ফোনে নতুন ক্যামেরা

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভিভো তাদের এক্স ৩০০ সিরিজ ভারতে উন্মোচন করেছে। এই সিরিজে রয়েছে দুটি প্রিমিয়াম মডেল-এক্স ৩০০ এবং এক্স ৩০০ প্রো। উভয় ডিভাইসেই রয়েছে উন্নতমানের জাইস সমর্থিত ক্যামেরা সেটআপ, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর, আধুনিক নকশা, বড় ক্ষমতার ব্যাটারি এবং উজ্জ্বল ওএলইডি প্যানেল। সিরিজের দাম, স্পেসিফিকেশন ও বিক্রি সংক্রান্ত তথ্য জানা থাকলে বোঝা যায়, ভিভো এবার সত্যিই প্রতিযোগিতায় বড় চমক দিয়েছে।

ভিভো এক্স ৩০০-তে রয়েছে ৬.৩১ ইঞ্চির অ্যামোলেড প্যানেল যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে এবং স্কট জেনসেশন এক্সটি কোর সুরক্ষা যুক্ত। ফোনটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট, যার সঙ্গে পাওয়া যাবে সর্বোচ্চ ১৬ জিবি এলপিডিডিআর ৫ এক্স আল্ট্রা র‌্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ৪.১ স্টোরেজ। শক্তি জোগাতে ব্যবহৃত হয়েছে ৬০৪০ এমএএইচ ব্যাটারি যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। এটি অ্যানড্রয়েড ১৬ ভিত্তিক ইন্টারফেসে চলে।

ক্যামেরা অংশে রয়েছে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৮৮৫ এলওয়াইটি-৬০২ টেলিফটো সেন্সর। সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডিভাইসটি স্ন্যাপশট, পোর্ট্রেট, হাই রেজোলিউশন, প্যানো, অ্যাস্ট্রো, সুপারমুন, প্রো, স্লো-মো, জাইস মাল্টিফোকাল পোর্ট্রেট, স্টেজ মোড, লং এক্সপোজার, টেলিফটো এক্সটেন্ডারসহ বহু ক্যামেরা মোড সাপোর্ট করে।

ভিভো এক্স ৩০০ প্রো মডেলে রয়েছে আরও বড় ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ২৮০০দ্ধ১২৬০ পিক্সেল এবং এতে ব্যবহৃত হয়েছে এলটিপিও প্যানেল যা কনটেন্ট অনুযায়ী ১ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পরিবর্তন করতে পারে। ডিসপ্লেটি এইচডিআর ১০ প্লাস, ডলবি ভিশন, নেটফ্লিক্স এইচডিআর, কম নীল আলো এবং ফ্লিকার-ফ্রি সার্টিফিকেশন সমর্থিত। ডিভাইসটিও ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসরে চলে এবং এতে রয়েছে ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। ব্যাটারি হিসেবে আছে ৬৫১০ এমএএইচ ক্ষমতা, যা ৯০ ওয়াট দ্রুত চার্জ এবং ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।

ক্যামেরার দিক থেকে ডিভাইসটিতে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৮২৮ প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড জেএন ১ লেন্স এবং ২০০ মেগাপিক্সেল এইচপিবি টেলিফটো লেন্স যা ৩.৫ গুণ অপটিক্যাল জুম দিতে পারে। সামনে রয়েছে একই ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ভিভো এক্স ৩০০ মডেলের দাম শুরু হচ্ছে ৭৫ হাজার ৯৯৯ রুপি থেকে, যা ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য। ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৮১ হাজার ৯৯৯ রুপি এবং ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৮৫ হাজার ৯৯৯ রুপি।

এক্স ৩০০ প্রো-র একমাত্র ভ্যারিয়েন্ট ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজের মূল্য রাখা হয়েছে ১ লাখ ৯ হাজার ৯৯৯ রুপি। এছাড়া গ্রাহকরা ১৮ হাজার ৯৯৯ রুপিতে একটি বিশেষ ফটোগ্রাফি কিটও কিনতে পারবেন। ডিভাইস দুটি ১০ ডিসেম্বর থেকে বিক্রি শুরু হবে এবং ফ্লিপকার্ট, ভিভো ই-স্টোর ও নানা খুচরা দোকানে পাওয়া যাবে।