আতিফ আসলামের কনসার্ট নিয়ে ‘প্রতারণা’, মামলা পাঁচজনের নামে
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঢাকায় পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের কনসার্ট বাতিলের পরও টিকিটের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়া মামলার আবেদন করেন। আহসান হাবীব ভূঁইয়া বলেছেন, আদালত আবেদন আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত। মামলার আসামিরা হলেন- আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনক’ এর সহপ্রতিষ্ঠাতা কাজী রাফসান, ব্রিতি সাবরিনা খান, চলঘুরি লিমিটেড, চলঘুরি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আসিফ ইকবাল ও চেয়ারম্যান প্রমি ইসলাম। মামলার বিষয়ে জানতে ‘মেইন স্টেজ ইনকের’ স্বত্বাধিকারী নিশা সালামকে মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
মামলায় অভিযোগে বলা হয়েছে, ‘গত ১৬ নভেম্বর রাফসান ফেইসবুক পেজ মেইন স্টেজ ইনক এ একটি চমকপ্রদ বিজ্ঞাপন বা পোস্ট, শেয়ার-পাবলিশড-প্রচার করে জানান উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী আতিফ আসলাম ঢাকায় লাইভ কনসার্টে সম্মতি জ্ঞাপন করেছেন। প্রথমদিকে অনুষ্টান আয়োজনের স্থান প্রকাশ করা না হলেও পরবর্তীতে ওই পেইজেই জানানো হয়, অনুষ্ঠানটি পূর্বাচল নিউ টাউনে অবস্থিত আন্তর্জাতিক বাণিজ্যমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
সাবরিনা খান রাফসানের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে তার ‘মারভেল’ নামিও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে কনসার্টের পক্ষ প্রচারণা চালান। ১৬ নভেম্বর কনসার্টের তারিখ ১৩ ডিসেম্বর নির্ধারিত হয় এবং সর্ব সাধারণের জন্য টিকিট বিক্রি শুরু হয়। আহসান হাবীব ভূঁইয়া ১৯ নভেম্বর চলঘুরি লিমিটেড বরাবর ২৮ হাজার ৮৪৪ টাকা মূল্যে পাঁচটি টিকিট কিনেন। তার পরিচিত অনেকেই টিকিট কিনেন। তবে সরকারের অনুমতি না মেলায় ১২ ডিসেম্বর রাফসান ফেসবুক পেইজে জানান কনসার্টটি স্থগিত করা হয়েছে।
‘কনসার্ট স্থগিত করায় হতাশ ও ক্ষুব্ধ হয়ে ১২ ডিসেম্বর আহসান হাবীব ভূঁইয়া রাফসানকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে তাদের কৃতকর্মের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠান। টিকিটের টাকা কীভাবে ফেরত দিকে তাও জানাতে বলা হয়। তবে লিগ্যাল নোটিশ পেয়েও তারা ক্ষমা চাননি। বরং আহসান হাবীব ভূঁইয়াকে ওই ফেইসবুক পেইজে ব্লক দেয়।’
আতিফে এবারের কনসার্টটি হওয়ার কথা ছিল ১৩ ডিসেম্বর; ভেন্যু নির্ধারিত ছিল পূর্বাচল নতুন শহরের চাইনিজ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার।
মামুন আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনক’ আশা করেছিল ঢাকায় পাকিস্তানি তারকা শিল্পী আতিফ আসলামের কনসার্টের আয়োজন তারা করতে উঠতে পারবেন। শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারনে ছাড়পত্র পায়নি প্রতিষ্ঠানটি। তাই বাতিল হয়ে যায় আতিফ আসলামের কনসার্ট। কনসার্ট বাতিলের ওই খবর আতিক দেন আগের দিন ১২ ডিসেম্বর রাতে ফেইসবুকে একটি পোস্ট দিয়ে।
আতিফ লিখেছিলেন, ‘প্রিয় বাংলাদেশি ভক্তরা, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৩ ডিসেম্বর ঢাকায় নির্ধারিত কনসার্টে আমরা পারফর্ম করছি না। এর কারণ কনসার্টের আয়োজক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র ও ব্যবস্থাপনার বিষয়গুলো ঠিক করতে পারেননি।’
আতিফের পোস্টের নিচে মন্তব্যের ঘরে আয়োজকদের উদ্দেশে একজন লিখেছিলেন, ‘অনুমতি না নিয়েই টিকিট বিক্রি করেছিলেন? আরেকজনের মন্তব্য, ‘যারা টিকিট কিনেছেন, তারা এখন আন্দোলনে নামতে পারে।
গেল ১২ ডিসেম্বর রাতে কনসার্ট বাতিলের কারণ তুলে ধরে ফেইসবুকে পোস্ট দেয় ‘মেইন স্টেজ ইনক’। সেখানে তারা জানিয়েছিল, নির্বাচনরে তফসিল ঘোষণা এবং নিরাপত্তার কড়াকড়ির কারণে অনুষ্ঠানের নতুন তারিখ তাদের ঠিক করা হয়েছে। ‘মেইন স্টেজ ইনক’ বলছে, কেউ চাইলে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। তবে এ জন্য কিছুটা সময় প্রয়োজন বলেও জানিয়েছেন তারা।
