অ্যালুমিনিয়ামের তৈরি ফোন

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে এসেছে মোটোরোলা এজ-৭০। এটি একটি স্লিম ও হালকা ডিজাইনের হ্যান্ডসেট। এর ওজন মাত্র ১৫৯ গ্রাম। ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি এয়ারক্রাফট-গ্রেড অ্যালুমিনিয়াম দিয়ে ডিভাইসটি তৈরি। আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিংসহ সামরিক-গ্রেড সুরক্ষা নিশ্চিত করেছে।

শক্তিশালী পারফরম্যান্স : ফোনটি চালিত হচ্ছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট দ্বারা। এতে ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের বিকল্প রয়েছে। অ্যানড্রেয়েড ১৬ ভিত্তিক হ্যালো ইউআই সফটওয়্যারের মাধ্যমে জেমিনি, কোপাইলট বা মোটো এআই স্যুট ব্যবহার করা সম্ভব। কোম্পানি তিনটি ওএস আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি প্যাঁচের প্রতিশ্রুতি দিয়েছে।

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ফাস্ট চার্জিং : মোটোরোলা এজ-৭০ ফোনে ৫০০০ মিলি. অ্যাম্পিয়ার ঘণ্টা ব্যাটারি রয়েছে যা ৬৮ ওয়াট তারযুক্ত ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

উন্নত ক্যামেরা সিস্টেম : ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। প্রধান ওয়াইড সেন্সরের সঙ্গে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স অন্তর্ভুক্ত।

দাম ও উপলব্ধতা : ভারতে দাম শুরু হচ্ছে ২৯,৯৯৯ রুপি থেকে, ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য। নির্দিষ্ট ব্যাংক কার্ডে ১,০০০ রুপি ছাড়ের অফার রয়েছে। বিক্রি শুরু হবে ২৩ ডিসেম্বর ২০২৫ থেকে। বাংলাদেশে আসার তারিখ এখনও জানা যায়নি।