‘আগামী নির্বাচনে আমরা জয়ী হব’
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্টকে বিদায় করেছি। তার নেতৃত্বেই আমরা একটি কঠিন পথ পাড়ি দিয়েছি। ইনশাআল্লাহ, ২০২৬ সালের নির্বাচনে তারই নেতৃত্বে আমরা আবারও জয়ী হবো। আমরা যেন আইনের শাসনের প্রতিষ্ঠা এবং তারেক রহামনের ৩১ দফাকে বাস্তবায়ন করতে পারি। সে জন্য সবার সহযোগিতা দরকার। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর ৩০০ ফিট এলাকায় তারেক রহমানের গণসংবর্ধনায় শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিগত ১৭ বছর তারেক রহমান লন্ডনে থাকলেও আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। দীর্ঘ নিপীড়ন ও নির্বাসিত জীবন শেষে আমাদের মাঝে ফিরে এসেছেন তিনি। আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। কারণ আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তারেক রহমান এবং এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়াও কামনা করে মির্জা ফখরুল।
