শীতে চুলের যত্নে করণীয়

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

শীতকাল আমাদের জন্য আনন্দের ঋতু হলেও চুলের জন্য কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসে। শীতের কারণে চুল শুষ্ক, রুক্ষ ও চুলের আগা ফেটে যায়। তাই এই ঋতুতে নিয়মিত ডিপ কন্ডিশনিং অপরিহার্য। শুধু শ্যাম্পুর পরে বাজারজাত কন্ডিশনার ব্যবহার করলেই চুল সুন্দর থাকবে- এটি ঠিক নয়। চুলের সার্বিক স্বাস্থ্য বজায় রাখতে কিছু ঘরোয়া প্যাক ব্যবহার করাও জরুরি।

পাকা কলার কন্ডিশনার : কলা প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে চুলকে নরম ও ঝলমলে রাখে। এতে ভিটামিন বি৬, পটাশিয়াম ও প্রোটিন থাকে, যা চুলকে পুষ্টি দেয়। প্রস্তুত করতে, ১টি পাকা কলা মিহি করে বেটে নিন। এতে ১ চা চামচ মধু, ১টি ডিম এবং সামান্য দুধ মেশান। পুরো চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন, তারপর ভালো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

দইয়ের জাদুকরি প্যাক : দই চুলের জন্য প্রোটিন ও ল্যাকটিক অ্যাসিডের উৎস। এটি চুলকে মসৃণ করে, মাথার ত্বক পরিষ্কার রাখে এবং চুলকানি কমায়। টক দই, কলা, মধু ও জলপাই তেল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। চুলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। যাদের ঠান্ডা লাগে, তারা ১০ মিনিটও রাখতে পারেন।

অ্যালোভেরা প্যাক : অ্যালোভেরা চুলের পিএইচ ভারসাম্য ঠিক রাখে এবং চুল বৃদ্ধিতে সহায়তা করে। ৪ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন এবং এতে লেবুর রস মিশান। চুলে লাগিয়ে ৫–১০ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু করে কন্ডিশনার মাখুন। সপ্তাহে দু’বার ব্যবহার করুন।

তৈলাক্ত চুলের জন্য আপেল সিডার ভিনেগার : আপেল সিডার ভিনেগার চুলের পিএইচ ভারসাম্য ঠিক রাখে, তেল কমায় এবং খুশকি দূর করে। চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মগ পানি দিয়ে মিশিয়ে চুলে ঢালুন। ৫ মিনিট ম্যাসাজ করুন, এরপর হালকা শ্যাম্পু দিয়ে আবার ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।

নারকেল তেলের সহজ সমাধান : নারকেল তেল চুলের গোড়া মজবুত করে এবং চুলকে নরম ও মসৃণ রাখে। ১ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে শ্যাম্পুর সময় চুলে লাগান। ২০ মিনিট রাখার পর হালকা গরম পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

এই ঘরোয়া কন্ডিশনার প্যাকগুলো ব্যবহার করলে শীতে চুল থাকবে নরম, মসৃণ এবং ঝলমলে, পাশাপাশি আগা ফাটা ও শুষ্কতার সমস্যা কমে।