হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

নতুন বছর ২০২৬-কে বরণ করে নিতে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে দারুণ সব নতুন ফিচার। ভিডিও কল থেকে শুরু করে স্ট্যাটাস আপডেট- সবখানেই এখন উৎসবের আমেজ। তবে এই আনন্দের মাঝেই ওৎ পেতে আছে বড় বিপদ। ভারতের সাইবার নিরাপত্তা সংস্থা সার্ট-ইন (ঈঊজঞ-ওহ) হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি উচ্চণ্ডঝুঁকিপূর্ণ সতর্কতা জারি করেছে।
হোয়াটসঅ্যাপ তাদের সাম্প্রতিক ব্লগ পোস্টে জানিয়েছে, ব্যবহারকারীরা যাতে প্রিয়জনদের সঙ্গে উৎসবের মুহূর্তগুলো আরও রঙিন করে তুলতে পারেন, সেজন্য কিছু বিশেষ ফিচার যোগ করা হয়েছে। এক নজরে দেখে নিন কী কী থাকছে- নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের জন্য বিশেষভাবে ডিজাইন করা ২০২৬ স্টিকার প্যাক এখন সবার জন্য উন্মুক্ত। এখন ভিডিও কলের সময় স্ক্রিনে আতশবাজি, কনফেটি (কাগজের টুকরো) এবং উজ্জ্বল তারার অ্যানিমেশন দেখা যাবে, যা প্রিয়জনের সঙ্গে আলাপচারিতাকে আরও আনন্দদায়ক করবে। মেসেজের প্রতিক্রিয়ায় এখন অ্যানিমেটেড কনফেটি ইমোজি ব্যবহার করার সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ। স্ট্যাটাস আপডেটের জন্য ২০২৬ লেআউটের বিশেষ অ্যানিমেটেড স্টিকার যোগ করা হয়েছে।
