ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

গুগল ড্রাইভে বাড়তি সুবিধা

গুগল ড্রাইভে বাড়তি সুবিধা

সার্চ ইঞ্জিনখ্যাত গুগল ড্রাইভ হলো বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ফ্রি ক্লাউড স্টোরেজ। এতে প্রতিটি একক অ্যাকাউন্টের জন্য শুরু থেকেই ১৫ জিবি ফ্রি জায়গার সুবিধা নেওয়া যায়, যা সাধারণত ছবি, ভিডিও বা ডকুমেন্ট সংরক্ষণের জন্য বরাদ্দ। বিশ্বের বহুল ব্যবহৃত ইমেইল ব্যবস্থাপনা ছাড়াও এই ড্রাইভের বেশ কিছু বাড়তি সুবিধা রয়েছে। প্রথমত, সহজেই এই অ্যাকাউন্ট তৈরি করা যায়। গ্রাহক যে কোনো ডিভাইস থেকে অ্যাকসেস, যেমন- ট্যাবলেট, স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার এসবের যে কোনোটি থেকে ড্রাইভের সুবিধা নেওয়া যায়।

জিমেইল আইডি তৈরি করলেই এর সুবিধা পাওয়া যাবে। এতে বাড়তি কোনো জটিল সাইনআপ পদ্ধতি নেই। এখন জিমেইল দিয়ে সব ধরনের অ্যাপে সহজে নিবন্ধন করা যায়। কারণ, অ্যাপ ইনস্টল করতে নিরাপত্তার বিষয়টি আসে সবার আগে।

সহজ ফাইল শেয়ারিং : মাত্র একটি ক্লিকে বন্ধু, পরিবার বা আত্মীয়স্বজনের সঙ্গে যে কোনো ধরনের ফাইল বিনিময় করা সম্ভব।

কঠোর নিরাপত্তা : নিরাপত্তার প্রশ্নে গুগল কখনও আপস করে না। এই ড্রাইভের শক্তিশালী এনক্রিপশন দিয়ে যে কারও ডেটার সুরক্ষা পাওয়া সম্ভব।

ডকুমেন্ট এডিটিং : ড্রাইভে সংরক্ষিত ফাইল যে কোনো জায়গায় বসে সম্পাদনা করার সুযোগ রয়েছে। কারণ, এটি ক্লাউড ডেটা সুবিধা দেয়।

অটো ব্যাকআপ : স্পর্শকাতর ফাইল স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ হয়ে যায় এ ড্রাইভে। আর তা যে কোনো সময় পুনরুদ্ধার করা সম্ভব। পুরোনো ডিভাইস বদলে বা হারিয়ে গেলেও ডেটার সুরক্ষা থাকে অবিচল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত