ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সাইফুজ্জামান ও মমতাজের সম্পত্তি ক্রোক

সাইফুজ্জামান ও মমতাজের সম্পত্তি ক্রোক

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিদের নামীয় থাইল্যান্ড, ফিলিফাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্ডিয়া ও সংযুক্ত আরব আমিরাতে থাকা স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১১ অক্টোবর সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের চট্রগ্রামে ছয়টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ।

এছাড়া সাইফুজ্জামান, তার স্ত্রী ও ভাই বোনদের চট্রগ্রামের আখতারুজ্জামান সেন্টারের মার্কেটের অংশ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের সমস্ত বাড়ি ও জমি জব্দের নির্দেশ : দুদকের আবেদনের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি জব্দের আবেদন করে দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম। আবেদনে বলা হয়, মমতাজ বেগম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলমান থাকা অবস্থায় স্থাবর সম্পদ জব্দ করা একান্ত প্রয়োজন। জব্দের তালিকায় রয়েছে, মহাখালী ডিওএইচএসের ৫ তলা বাড়ি, মানিকগঞ্জের সিংগাইরের দুই তলা বিশিষ্ট দু’টি বাড়ি, মানিকগঞ্জ সদরের চার তলা একটি বাড়ি, পূর্বাচলের ৯ কাঠা জমি, মানিকগঞ্জের ৫ শতাংশ ও সিংগাইরের ৪১৯ দশমিক ৫১ শতাংশ জমি।

মানিকগঞ্জে পৈত্রিক সূত্রে পাওয়া দুই তলা একটি বাড়ি বাদে এসব সম্পত্তির মূল্য দেখানো হয়েছে ১১ কোটি ৮১ লাখ ৭৩ হাজার ৫৮৪ টাকা।

গত বছরের ১৩ মে রাতে রাজধানীর ধানমণ্ডি থেকে মমতাজকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে, তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে রিমাণ্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত