জিএসপি প্লাস সুবিধা পেতে ফিনল্যান্ডের সমর্থন চাইল বাংলাদেশ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

এলডিসি পরবর্তীতে জিএসপি প্লাস সুবিধা পেতে ফিনল্যান্ডের সমর্থন চেয়েছে বাংলাদেশ। অন্যদিকে, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার ক্ষেত্রে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে দেশটি।

গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমো লাদিভির্তার সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তারা বাণিজ্য, বিনিয়োগ, পরিষ্কার জ্বালানি, ডিজিটাল পরিষেবা এবং বস্ত্র খাতে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ফিনল্যান্ডের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে দেশটি খুশি। সচিব নজরুল ইসলাম বাংলাদেশের সংস্কার অ্যাজেন্ডা এবং জুলাইয়ের জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটের পাশাপাশি ১২ ফেব্রুয়ারি নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রদূতকে জানান। তিনি আসন্ন জাতীয় নির্বাচনের জন্য একটি বৃহৎ ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের জন্য ফিনল্যান্ড এবং ইইউর প্রশংসা করেন।

সচিব রাষ্ট্রদূতকে ইপিজেড পরিদর্শনের আমন্ত্রণ জানান, যাতে তারা বাংলাদেশে উৎপাদন সুবিধা, ব্যবসায়িক কার্যক্রম এবং সর্বোপরি বিনিয়োগের সুযোগ সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করতে পারেন।