‘নির্বাচনে কালো টাকার প্রভাব ক্রমেই বাড়ছে’
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী প্রতিনিধি

নির্বাচনে কালো টাকার প্রভাব ক্রমেই বাড়ছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘বর্তমানে নির্বাচনি অঙ্গন এবং রাজনৈতিক দলগুলোতে কালো টাকার প্রভাব ও পেশিশক্তি নির্ভর রাজনীতি ক্রমেই বাড়ছে। অনেক সময় দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত থেকেও যথেষ্ট অর্থ দিতে না পারায় মনোনয়ন পান না প্রার্থীরা। এটি রাজনৈতিক দলের ভেতরের দুর্নীতির প্রমাণ।’ গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনি ইশতেহার নিয়ে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরের একটি হোটেলের সম্মেলন কক্ষে সুজনের বিভাগীয় সংলাপে এসব কথা বলেন তিনি। রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত সংলাপে বদিউল আলম বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মৌলিক সংস্কারের বিকল্প নেই। গণতন্ত্র রক্ষার জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন কমিশন সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘অতীতে নির্বাচন কমিশনের সদস্যরা নিরপেক্ষ থাকার বদলে শাসক দলের পক্ষপাত করেছেন। এর ফলে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ ১৯৯১ সালের সংসদ নির্বাচন সবচেয়ে গ্রহণযোগ্য ও সুষ্ঠু হয়েছিল বলে মনে করেন সুজন সম্পাদক। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে ক্ষমতায় রাখতে সংবিধান রচিত হয়েছিল। এর ফলে প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার অধিকারী হয়েছেন। সেই পুরোনো ব্যবস্থার ধারাবাহিকতায় ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছিলেন।’ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং প্রতিশোধ পরায়ণ রাজনীতির মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পথ সুগম করা হয়; যার ফলে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে বলে মনে করেন বদিউল আলম। সংলাপে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা অংশ নেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থা ও সংস্কার নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন তারা।
