পুরোনো ফোনেই অভিজ্ঞতা

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বর্তমানে সব ফোনেই কোম্পানি যুক্ত করছে এআই। কিন্তু চাইলেই তো আর নতুন ফোন কেনা সম্ভব নয়। তবে নতুন এআইসমৃদ্ধ স্মার্টফোন কেনার পরিকল্পনা না থাকলেও হতাশ হওয়ার কিছু নেই। কারণ পুরোনো ফোন ব্যবহারকারীদের জন্যও এসেছে উল্লেখযোগ্য সফটওয়্যার আপডেট। অ্যাপলের আইওএস-২৬ ও গুগলের অ্যান্ড্রয়েড ১৬-দুটি অপারেটিং সিস্টেমেই যুক্ত হয়েছে একাধিক নতুন ফিচার, যা পুরোনো ডিভাইসেও ব্যবহার করা যাবে।

অ্যাপলের নতুন আইওএস ২৬ আপডেটটি আইফোন ১১ বা তার পরের মডেলগুলোতে চলবে। যদিও সর্বশেষ আইফোন মডেলগুলোতেই সব এআই ফিচার পাওয়া যাবে, তবে পুরোনো আইফোন ব্যবহারকারীরাও পাচ্ছেন ডিজাইন ও ব্যবহারযোগ্যতায় বড় পরিবর্তন। আইওএস ২৬-এর অন্যতম আকর্ষণ হলো ‘লিকুইড গ্লাস’ নামের নতুন সফটওয়্যার ডিজাইন। এতে আইকন, নোটিফিকেশন ও স্ক্রিন এলিমেন্টগুলোতে আধা-স্বচ্ছ বা ট্রান্সলুসেন্ট লুক যুক্ত হয়েছে, যা ফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা দিচ্ছে।

তবে যারা এই ডিজাইনকে চোখের জন্য অস্বস্তিকর মনে করেন, তাদের জন্য রয়েছে সমাধান। সেটিংস থেকে ডিডিউস ট্রান্সপারেন্সি বা ইনক্রিজ কনট্রাস্ট অপশন ব্যবহার করে স্ক্রিন আরও স্পষ্ট করে নেওয়া যাবে। অন্যদিকে গুগলের নতুন অ্যান্ড্রয়েড ১৬ আপডেটও শুধু নতুন ফোনের জন্য সীমাবদ্ধ নয়। এই আপডেট চলবে গুগল পিক্সেল ৬ এবং গত কয়েক বছরে বাজারে আসা বিভিন্ন ব্র্যান্ডের অনেক অ্যান্ড্রয়েড ফোনে। অ্যান্ড্রয়েড ১৬-এ পারফরম্যান্স অপটিমাইজেশন, নিরাপত্তা উন্নয়ন এবং ইউজার ইন্টারফেসে নানা পরিবর্তন আনা হয়েছে, যা পুরোনো ফোনের ব্যবহার আরও স্মুথ করবে। প্রতি বছর নতুন ফোন বাজারে এলেও সফটওয়্যার আপডেটের মাধ্যমে পুরোনো ফোনেও নতুন জীবন দেওয়া সম্ভব। অনেক ব্যবহারকারী এখনও তাদের ফোনের অপারেটিং সিস্টেম আপডেট করেননি কিংবা নতুন ফিচারগুলো ঠিকভাবে ব্যবহার করতে পারছেন না। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সফটওয়্যার আপডেট করলে শুধু নতুন ফিচারই নয়, ফোনের নিরাপত্তা ও পারফরম্যান্সও বাড়ে। ফলে নতুন ফোন কেনা ছাড়াই ব্যবহারকারীরা পেতে পারেন আধুনিক স্মার্টফোন অভিজ্ঞতা।