সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুই লাশ উদ্ধার
একই স্থানে গত ৪ মাসে তিন লাশ পাওয়া যায়
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুটি পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, লাশ দুটির একটি নারীর এবং অন্যটি ছেলে শিশুর হতে পারে। এর আগে গত বছরের বিভিন্ন সময় একই স্থান থেকে ৩টি লাশ উদ্ধার করা হয়েছিল। গতকাল রোববার দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভেতরে লাশ দুটির সন্ধান পায় পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের নামণ্ডপরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রস্রাব করার জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে গেলে পোড়া লাশ দেখতে পায় এবং ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে সাভার মডেল থানা-পুলিশ সেখানে যায়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে লাশ দুটি পোড়া হওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
গত বছরের ২৯ আগস্ট দিবাগত রাতে সাভারের এই পৌর কমিউনিটি সেন্টার থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছিল। যার পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এরপর গত বছরের ১১ অক্টোবর রাতে আবারও সেখান থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন লাশ উদ্ধার করে পুলিশ। এরপর গত ১৯ ডিসেম্বর দুপুরে কমিউনিটি সেন্টারটির দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে আরও এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। এই তিনটি খুনের ঘটনায় কোনো নিহতেরই পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
