এসি কেনার সেরা সময় শীত

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত প্রতিবেদক

তীব্র গরমে একটু শান্তির খোঁজে আমরা এয়ার কন্ডিশনার বা এসি কেনার কথা ভাবি। কিন্তু আপনি কি জানেন, হাড়কাঁপানো এই শীতকালই হতে পারে এসি কেনার মোক্ষম সময়? অনেকেই মনে করেন গরম আসার ঠিক আগে এসি কেনা লাভজনক, তবে বাজার বিশ্লেষকদের মতে, শীতকালে এসি কিনলে টাকা বাঁচানোর পাশাপাশি পাওয়া যায় বাড়তি অনেক সুবিধা। কেন শীতকালে এসি কেনা বুদ্ধিমানের কাজ, তার কয়েকটি কারণ নিচে তুলে ধরা হলো-

অবিশ্বাস্য ডিসকাউন্ট ও অফার : শীতকালে এসির চাহিদা একদম তলানিতে থাকে। ফলে এই সময়ে শোরুমগুলো গ্রাহক টানতে বড় অংকের ক্যাশব্যাক, এক্সচেঞ্জ অফার এবং বিশেষ ডিসকাউন্ট দিয়ে থাকে। অনেক সময় স্টক ক্লিয়ারেন্সের জন্য ব্যবসায়ীরা কেনা দামের কাছাকাছি মূল্যেও এসি বিক্রি করে দেন।

ইনস্টলেশনে ঝামেলামুক্ত সেবা : গরমের মৌসুমে এসির চাহিদা এত বেশি থাকে যে, টেকনিশিয়ানদের শিডিউল পাওয়া দুষ্কর হয়ে পড়ে। অনেক সময় এসি কেনার এক সপ্তাহ পরও ইনস্টলেশনের লোক পাওয়া যায় না। কিন্তু শীতে টেকনিশিয়ানরা ফ্রি থাকেন, ফলে কোনো ঝামেলা ছাড়াই দ্রুত এবং নিখুঁতভাবে এসি সেটআপ করে নেওয়া সম্ভব।

শীতকালে বাইরের বাতাসে ধূলিকণা ও দূষণ বেশি থাকে। যাদের শ্বাসকষ্ট বা অ্যালার্জির সমস্যা রয়েছে, চিকিৎসকরা তাদের এয়ার পিউরিফিকেশন সুবিধাযুক্ত এসি ব্যবহারের পরামর্শ দেন। এতে ঘরের ভেতরের বাতাস ফিল্টার হয়ে নির্মল থাকে।

দাম বাড়ার ঝুঁকি এড়ানো : নতুন বছরের শুরুতে অনেক কোম্পানি ইলেকট্রনিক্স পণ্যের দাম বাড়িয়ে দেয়। মার্চ মাস থেকে গরম পড়তে শুরু করলে এসির দাম স্বাভাবিকভাবেই চড়া হয়ে যায়। তাই আগামী মৌসুমের বাড়তি দাম থেকে বাঁচতে এখনই এসি কিনে রাখা সাশ্রয়ী।