বিশ্বে বড় সাইবার হামলা

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তার ইতিহাসে অন্যতম বড় বিপর্যয় ঘটে গেছে। জি-মেইল, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং নেটফ্লিক্সসহ একাধিক জনপ্রিয় প্ল্যাটফর্মের প্রায় ১৫ কোটি ব্যবহারকারীর লগ-ইন তথ্য ও পাসওয়ার্ড ফাঁস হয়েছে। গত শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, হ্যাকারদের হাতে এই তথ্য চলে যাওয়ায় ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টও ঝুঁকির মুখে পড়তে পারে।

সাইবার নিরাপত্তা গবেষক জেরেমিয়া ফাউলারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৯৬ জিবির একটি রহস্যময় ডেটাবেস ওয়েব সার্ভারে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় পাওয়া গিয়েছে। এতে প্রায় ১৪ কোটি ৯৪ লক্ষ ইউনিক লগ-ইন আইডি ও পাসওয়ার্ড রয়েছে। এই তালিকায় ৪ কোটি ৮০ লক্ষ জিমেইল, ১ কোটি ৭০ লক্ষ ফেসবুক এবং ৬৫ লক্ষ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছাড়াও ইয়াহু, আউটলুক এবং নেটফ্লিক্স ব্যবহারকারীদের তথ্য রয়েছে। এমনকি বিভিন্ন দেশের সরকারি ডোমেইন যুক্ত অ্যাকাউন্টের তথ্যও এই তালিকায় থাকার কারণে বিষয়টি এখন বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে।

গবেষক ফাউলার জানিয়েছেন, শুধু সোশ্যাল মিডিয়া নয়, ফাঁস হওয়া ডেটাবেসে বিপুল পরিমাণ ক্রেডিট কার্ড এবং ক্রিপ্টো কারেন্সি ওয়ালেটের লগ-ইন তথ্যও পাওয়া গিয়েছে। সাইবার অপরাধীরা ‘ক্রেডেনশিয়াল স্টাফিং’ (একই পাসওয়ার্ড অন্য প্ল্যাটফর্মে ব্যবহার করা) পদ্ধতি ব্যবহার করে মানুষের ব্যক্তিগত তথ্য চুরি এবং আর্থিক জালিয়াতি চালাতে পারে।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা এই মুহূর্তেই ব্যবহারকারীদের জন্য জরুরি কিছু পরামর্শ দিয়েছেন-

পাসওয়ার্ড পরিবর্তন : জি-মেইল, ফেসবুকসহ আপনার গুরুত্বপূর্ণ সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড অবিলম্বে পরিবর্তন করুন।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) : পাসওয়ার্ড পরিবর্তনের পর অবশ্যই টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা টু-স্টেপ ভেরিফিকেশন চালু করুন। এটি আপনার অ্যাকাউন্টে সুরক্ষার একটি অতিরিক্ত স্তর যুক্ত করবে।

সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলা : ই-মেইল বা মেসেজে আসা কোনো অপরিচিত লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন।

একই পাসওয়ার্ড এড়িয়ে চলুন : সব অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার না করে ভিন্ন ভিন্ন শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন।

উল্লেখ্য, এর আগে গত বছরও বড় ধরনের তথ্য চুরির ঘটনা ঘটেছিল, তবে এবারের ঘটনাটি সরকারি অ্যাকাউন্ট জড়িত থাকায় আরও বেশি স্পর্শকাতর হয়ে দাঁড়িয়েছে।