বাজারে এলো চার ডিভাইস

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নতুন বছরের শুরুতেই দেশের প্রযুক্তি বাজারে ব্যস্ততা চোখে পড়ার মতো। জানুয়ারির শেষ সপ্তাহে একের পর এক নতুন স্মার্টফোন ও ট্যাবলেট উন্মোচনের মধ্য দিয়ে ২০২৬ সালের যাত্রা শুরু করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ডগুলো। শাওমি, ইনফিনিক্স ও অপোর নতুন ডিভাইসগুলো শুধু স্পেসিফিকেশনের দিক থেকেই নয়, বরং ব্যবহারকারীদের জীবনযাপন, কাজের ধরণ ও বিনোদনের অভিজ্ঞতাকে সামনে রেখেই তৈরি করা হয়েছে। বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, উন্নত ক্যামেরা ও দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট- সব মিলিয়ে নতুন বছরে প্রযুক্তিপ্রেমীদের জন্য বাজারে এসেছে চারটি উল্লেখযোগ্য ডিভাইস।

ঢাকায় ২৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে শাওমির নতুন দুটি ট্যাব- রেডমি প্যাড ২ প্রো এবং রেডমি প্যাড ২ প্রো ফাইভজি। বড় পর্দায় কাজ ও বিনোদনের চাহিদা বাড়তে থাকায় শাওমি তাদের নতুন এই ট্যাবগুলো নিয়ে এসেছে প্রিমিয়াম অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিয়ে।

১২ দশমিক ১ ইঞ্চির বিশাল ২.৫কে রেজল্যুশনের ডিসপ্লে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেটের কারণে ভিডিও দেখা, অনলাইন ক্লাস কিংবা গেমিং- সব ক্ষেত্রেই স্মুথ অভিজ্ঞতা পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। চোখের সুরক্ষার জন্য টিইউভি রেইনল্যান্ডের লো ব্লু লাইট, ফ্লিকার ফ্রি ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সনদ যুক্ত করা হয়েছে।

ব্যাটারির দিক থেকেও প্যাডটি আলাদা করে নজর কেড়েছে। ১২ হাজার এমএএইচ ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করে। পাশাপাশি ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় জরুরি মুহূর্তে এটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে। প্রসেসর হিসেবে রয়েছে চতুর্থ প্রজন্মের স্ন্যাপড্রাগন সেভেন-এস। যা মাল্টিটাস্কিং ও দৈনন্দিন কাজকে আরও গতিশীল করবে।

ফাইভজি সংস্করণে ফিজিক্যাল ও ই-সিম সুবিধা থাকায় সরাসরি কল করা ও মোবাইল ডেটা ব্যবহারের সুযোগ থাকছে। যা ট্যাবকে অনেকটাই স্মার্টফোনের বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য করে তুলেছে। গ্রাফাইট গ্রে, সিলভার ও ল্যাভেন্ডার পার্পল রঙে পাওয়া যাচ্ছে ডিভাইস দুটি। ওয়াইফাই সংস্করণের দাম ৩৭ হাজার ৯৯৯ টাকা এবং ফাইভজি সংস্করণের দাম ৪৪ হাজার ৯৯৯ টাকা।

নতুন বছরে আপার-মিড রেঞ্জ বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে ইনফিনিক্স এনেছে ‘নোট এজ’ নামের নতুন স্মার্টফোন। কার্ভড ডিসপ্লে ও ৫জি প্রযুক্তির এই ফোনটি মূলত তরুণ ব্যবহারকারীদের দীর্ঘমেয়াদি ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।

নোট এজে রয়েছে ৩ডি কার্ভড ১.৫কে আল্ট্রা এইচডি ডিসপ্লে। যার বেজেল অত্যন্ত সরু। মাত্র ৭.২ মিলিমিটার পুরু ফোনটি হাতে ধরতে হালকা ও আরামদায়ক। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি চিপসেট। যা মাল্টিটাস্কিং ও গেমিংয়ে স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করবে বলে দাবি ইনফিনিক্সের।

৬৫০০ এমএএইচ ব্যাটারি একদিনের বেশি সময় ব্যবহার সম্ভব করে তোলে। ব্যাটারির আয়ু বাড়াতে যুক্ত করা হয়েছে ‘সেলফ-হিলিং’ প্রযুক্তি। সফটওয়্যারের দিক থেকেও রয়েছে দীর্ঘমেয়াদি নিশ্চয়তাণ্ড তিন বছর অপারেটিং সিস্টেম আপডেট এবং পাঁচ বছর নিরাপত্তা প্যাচ। ফটোগ্রাফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। যা এআই-ভিত্তিক ইমেজ প্রসেসিং সমর্থন করে। বাংলাদেশে ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের জন্য ২৯ হাজার ৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের জন্য ৩১ হাজার ৯৯৯ টাকা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অপো উন্মোচন করেছে রেনো১৫ সিরিজ ফাইভজি। ভিন্নধর্মী এই আয়োজনের মধ্য দিয়ে অপো মূলত ডিভাইসটির ক্যামেরা সক্ষমতাকে তুলে ধরেছে। রেনো১৫ সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ ১২০ জুম সুবিধা। যা দূরের দৃশ্যকেও স্পষ্টভাবে ধারণ করতে পারে। এই সিরিজে রয়েছে ‘গোল্ডেন সেলফি অ্যাঙ্গেল’ সমর্থিত আল্ট্রা-ওয়াইড ফ্রন্ট ক্যামেরা, ৩.৫ী টেলিফটো পোর্ট্রেট এবং এআই পোর্ট্রেট গ্লো ফিচার। ভিডিও নির্মাতাদের জন্য রয়েছে ৪কে এইচডিআর আল্ট্রা-স্টেডি ভিডিও সুবিধা। অপো জানিয়েছে, রেনো১৫ সিরিজ শুধু স্মার্টফোন নয়, বরং গল্প বলার একটি মাধ্যম। তাই বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে দেশের পর্যটন ও সৃজনশীল কনটেন্ট তৈরিতে উৎসাহ দিতে চায় প্রতিষ্ঠানটি। বাংলাদেশে অপো রেনো১৫ ফাইভজি (১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ) পাওয়া যাচ্ছে ৭৯ হাজার ৯৯০ টাকায় এবং রেনো১৫ এফ ফাইভজি (৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ) পাওয়া যাচ্ছে ৫৪ হাজার ৯৯০ টাকায়। পাশাপাশি অপোর নতুন প্যাড ও বিশেষ অফারও ঘোষণা করা হয়েছে।