সুসংবাদ প্রতিদিন
শরীয়তপুরে উন্নত জাতের সরিষা আবাদ বেড়েছে
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
এস এম মজিবুর রহমান, শরীয়তপুর

পাঁচ বছরের ব্যবধানে শরীয়তপুর জেলায় তিন হাজার পাঁচশ’ হেক্টর জমিতে উন্নত জাতের সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। উন্নত জাতের সরিষা আবাদে কৃষক বিঘাপ্রতি ফলন পাচ্ছেন সাড়ে চার থেকে পাঁচ মণ পর্যন্ত। উন্নত জাতের সরিষায় মণপ্রতি ২ থেকে ৩ কেজি পর্যন্ত বেশি তেল পাওয়া যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরাপদ ভোজ্য তেলের স্থানীয় ও জাতীয় চাহিদা পূরণে তেল ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষক পর্যায়ে প্রণোদনা, কারিগরি সহায়তা ও মাঠপর্যায়ে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুর সূত্র জানিয়েছে এ মৌসুমে জেলায় ১৩ হাজার ৮০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এর মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ৪ হাজার ২০ হেক্টর, নড়িয়া উপজেলায় ২ হাজার ৭৮০ হেক্টর, জাজিরা উপজেলায় ২ হাজার ৬১০ হেক্টর, ভেদরগঞ্জ উপজেলায় ২ হাজার ৪২০ হেক্টর, গোসাইর হাট উপজেলায় ১ হাজার ১৪৫ হেক্টর ও ডামুড্যা উপজেলায় ৮২৫ হেক্টরে। আবাদকৃত জাতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বারি সরিষা-১৪, ১৫, ১৭, ১৮ ও বিনা সরিষা-১৪।
জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের মফিজ রাড়ীকান্দি গ্রামের কৃষক আমির হোসেন বলেন, বিগত কয়েক বছর থেকে ভোজ্য তেলের দাম প্রতিবছরই বাড়ছে। তাই বাজার থেকে অধিক দামে ভোজ্য তেল যাতে কিনতে না হয় সে জন্য সরিষার আবাদ বাড়িয়েছি। গত বছর আমি ৮ বিঘা জমিতে বারি সরিষা-১৪ আবাদ করেছিলাম। এবার ১২ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। আগের স্থানীয় জাতের সরিষায় যেখানে তেল পেতাম ১২ থেকে ১৪ কেজি। বর্তমানে উন্নত জাতের এই সরিষায় তেল পাই ১৬ থেকে ১৭ কেজি পর্যন্ত।
শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাছারকান্দি গ্রামের কৃষক আবুল বাশার বলেন, কৃষি কর্মকর্তার পরামর্শে গত চার বছর ধরে আমি উন্নত জাতের সরিষা আবাদ করছি। উন্নত জাতের সরিষায় তেল বেশি হওয়ায় আগের চেয়ে লাভও বেশি হয়। এই বছর আমি ৪ বিঘা জমিতে বিনা সরিষা-১৪ ও ২ বঘিা জমিতে বারি সরিষা-১৪ আবাদ করেছি। ফলনও বেশ ভালো হয়েছে। আশা করছি বিঘাপ্রতি ফলন ৪ থেকে ৫মণ পর্যন্ত আসবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুরের উপ-পরিচালক মোস্তফা কামাল হোসেন বলেন, ২০২০-২১ সালে সরকারের নির্দেশনায় আমরা তেল ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষভাবে শরীয়তপুর জেলার জমি ও আবহাওয়া সরিষা আবাদের জন্য অধিক উপযোগী হওয়ার সুবিধাকে কাজে লাগাচ্ছি। কৃষকদের উদ্বুদ্ধকরণ, প্রণোদানা, কারিগরি সহায়তা ও মাঠপর্যায়ে নিয়মিত পরামর্শ প্রদানের মাধ্যমে উন্নত জাতের সরিষা আবাদ বৃদ্ধিকল্পে প্রচেষ্ঠা অব্যাহত আছে। যার ফলশ্রুতিতে ২০২০-২১ সালে যেখানে জেলায় সরিষা আবাদ হয়েছিল ১০ হাজার ৩০৫ হেক্টরে সেখানে এ মৌসুমে আবাদ হয়েছে ১৩ হাজার ৮০০ হেক্টরে। সরিষাসহ তেল ফসল উৎপাদন বৃদ্ধি করা গেলে শুধু কৃষকই লাভবান হবে না, নিরাপদ ভোজ্য তেলের স্থানীয় ঘাটতিসহ জাতীয় ঘাটতি যেমন পূরণ হবে. তেমনি বৈদেশিক মূদ্রাও সাশ্রয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
