বিএডিসির চেয়ারম্যান পদে আব্দুল্লাহ সাজ্জাদের যোগদান
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সংবাদ বিজ্ঞপ্তি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক আব্দুল্লাহ সাজ্জাদ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান পদে গত ২৯ ডিসেম্বর যোগদান করেন। বিএডিসিতে যোগদানের আগে তিনি কৃষি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে বীজ অনুবিভাগের মহাপরিচালক (বীজ) হিসেবে কর্মরত ছিলেন। গত ২৯ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিএডিসির চেয়ারম্যান হিসেবে তিনি নিয়োগ পান।
আব্দুল্লাহ সাজ্জাদ বাংলাদেশ সচিবালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব ও যুগ্মসচিব হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। এছাড়াও কর্মজীবনে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মাঠ প্রশাসনে জেলা পরিষদে প্রধান নির্বাহী কমকর্তা এবং এডিশনাল কমিশনার হিসেবে কাজ করেন। আব্দুল্লাহ সাজ্জাদ রাষ্ট্রীয় কাজে ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
আব্দুল্লাহ সাজ্জাদ ১৯৬৭ সালের জানুয়ারি মাসে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ঘাটান্দি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুর রহিম মিয়া এবং মাতার নাম মিসেস মাজেদা খাতুন। তারা উভয়েই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আব্দুল্লাহ সাজ্জাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তি জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের বাবা।
