বরিশালে ৭ সাংস্কৃতিক জোটের মানববন্ধন-সমাবেশ
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো
পঞ্চসিঁড়ি গ্রুপ থিয়েটার ভাঙার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ৭ সাংস্কৃতিক জোটের নেতারা। গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, বরিশাল বিভাগীয় দক্ষিণাঞ্চল শিল্পী পরিষদ, নজরুল সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও আবৃত্তি সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ। এতে বক্তব্য দেন সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাষিশ চক্রবর্তী, আবৃত্তি সমন্বয় পরিসদের সভাপতি মন্ডলীর সদস্য আজমল হোসেন লাবু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সম্পাদক স্নেহাংশু বিশ্বাস, বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষ, সাংস্কৃতিক জন তপনংকর চক্রবর্তী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা সরকার, শিশু সংগঠক শুভংকর চক্রবর্তী, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, পঞ্চসিঁড়ি গ্রুপ থিয়েটারের সভাপতি আতাউর গনি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। এতে বক্তারা বলেন, বরিশালে ভেঙে ফেলা হয়েছে ৪০ বছরের পুরোনো পঞ্চসিঁড়ি গ্রুপ থিয়েটারের কার্যালয়। জেলা পুলিশ এই কার্যালয় ভেঙে ফেলার কারণে এখন খোলা আকাশের নিচে নাটকের মহড়া দিতে হচ্ছে।
