বরিশাল জেলা উত্তর বিএনপি
আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো
অসৎ, চরিত্রহীন, ওয়ান-ইলেভেনের সংস্কারপন্থি ও দলছুট নিষ্ক্রিয় নেতাকর্মীদের নিয়ে অর্থ-বাণিজ্যের মাধ্যমে জেলার গৌরনদী, আগৈলঝাড়া উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার অভিযোগে প্রতিবাদ সভা এবং ঘোষিত জেলা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপির তৃনমূল নেতাকর্মীদের ব্যানারে এ প্রতিবাদ সভা শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
