খুলনায় দাম বেড়েছে সবজি ও মাছের

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

খুলনার বাজারে দাম বেড়েছে সব ধরনের মাছের। সবজির বাজারও ঊর্ধ্বমুখি। গত কয়েকদিনে দফায় দফায় দাম বেড়েছে সবজি ও মাছসহ নিত্যপণ্যের। গত শনিবার খুলনার একাধিক বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, শিম, বরবটি, লাউসহ নানা ধরনের শাক। কয়েকদিনের মধ্যে দাম আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নগরীর টুটপাড়া, জোড়াকল বাজার, মিস্ত্রিপাড়া বাজার, গল্লামারী বাজার ঘুরে দেখা যায়, এসব বাজারে মাছের আমদানি খুব কম। যেসব মাছ বাজারে আছে তার দামও অনেক। অগ্রিম টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না মাছ। টুটপাড়া জোড়াকল বাজারের এক মাছ বিক্রেতা জানান, শনিবার চিংড়ি বিক্রি হচ্ছে ৪০০-৫৯০ টাকায়, রুই মাছ (এক কেজি) ২৮০ টাকা, একই দরে বিক্রি হচ্ছে কাতলা ও মৃগেল মাছ। পাঙ্গাশ ১৮০-৩০০ টাকা, ভেটকি মাছ ৬০০, তেলাপিয়া ২০০, টাকি মাছ ৩০০, পাবদা ৩৫০, চাষের শিং মাছ ৩৫০, কৈ মাছ ৩০০, মাগুর মাছ ৪০০ টাকা ও সাগরের নানা প্রজাতির মাছ বিক্রি হচ্ছে ২০০-২৮০ টাকায়।

খুলনা নগরীর গল্লামারী বাজারে গিয়ে দেখা যায়, আকারভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। শসা প্রতি কেজি ৪০-৫০ টাকা, লম্বা ও গোল বেগুন ৪০-৫০, টমেটো ১৫-২০, শিম ৩০-৪০, করলা ১০০-১৪০, মিষ্টি কুমড়া ৩০, পেঁপে ৩০, লালশাক ৪০, ডাঁটা শাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চাল কুমড়া প্রতিটি ৫০-৬০ টাকা, লাউ প্রতিটি আকারভেদে ৪০-৪৫, চিচিঙ্গা ৬০, পটল ৬০, কচুর লতি ৬০-৭০, বরবটি ৯০-১০০ ও ধুন্দুল ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

বাজারে কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। কমেছে রসুনের দাম। বড় রসুনের কেজি ২০০ টাকা। এক সপ্তাহ আগেও দেশি বড় রসুনের কেজি ছিল ২২০ টাকা। ছোট রসুনের কেজি বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়। বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। এ বাজারের এক সবজি বিক্রেতা বলেন, গল্লামারী বাজারে সবজি আসে খুলনার শস্যভাণ্ডার হিসেবে পরিচিত ডুমুরিয়া উপজেলা ও বটিয়াঘাটা এলাকা থেকে। ফলে সবজির দাম এ বাজারে অন্যান্য বাজারের চেয়ে কম থাকে। কিন্তু এখন কৃষকের জমিতে সবজি বলতে গেলে নেই। ফলে সবজির জোগান কমে যাওয়ায় দামও বাড়ছে।

এ বাজারের এক নিয়মিত সবজি ক্রেতা জানান, শীতের সবজির যা চেহারা তা বাসায় নিলে ফেলে দেবে। তবুও দাম অনেক বেশি। খুলনার বড় বাজারে খোঁজ নিয়ে জানা যায়, নিত্যপণ্যের দাম আগের মতোই রয়েছে। গত সপ্তাহে যা বেড়েছিল তা আর কমেনি। এখন বাজারে প্যাকেট আটার কেজি ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। খোলা আটা ৬০ টাকা।

দেশি মসুরের ডালের কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। ইন্ডিয়ান মসুরের ডালের কেজি ১০০ টাকা, দেশি মসুর ডাল ১৪০ টাকা। বাজারে সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে ১৮৭ টাকা। লবণের কেজি ৩৮-৪০ টাকা।

বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকায়। গত সপ্তাহে ছিল ১৯০-২০০ টাকা। সোনালি মুরগির দাম কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩১০-৩২০ টাকায়। লেয়ার মুরগির কেজি ২৮০-২৯০ টাকা। বাজারে গরু ও খাসির মাংসের দামও বেড়েছে। এখন গরুর মাংসের কেজি ৭০০ থেকে ৭৫০ টাকা। খাসির মাংস কেজিপ্রতি বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১১০০ টাকায়।