যাত্রাবাড়ী থেকে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সংবাদ বিজ্ঞপ্তি
গোপন সংবাদের ভিত্তিতে ২৬ ফেব্রুয়ারি র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১৮ লাখ টাকা মূল্যের ৬০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আব্দুর রশিদ মামুন (৪০) বলে জানা যায়। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ, দুটি মোবাইল ফোন ও ১ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
