রংপুরে ৫ দফা দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, মূল্যবৃদ্ধি রোধসহ ৫ দফা দাবিতে রংপুরে বাসদের (মার্কসবাদী) মিছিল-সমাবেশ ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ কর্মসসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার জেলা কমিটির উদ্যোগে মিছিল-সমাবেশ ও ডিসির মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশের এ কর্মসূচি পালিত হয়।

বেলা ১১টায় রংপুর প্রেসক্লাব থেকে মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। পার্টির জেলা আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য রাখেন সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, সদস্য সাজু বাসফোর, সুরেশ বাসফোর প্রমুখ। সমাবেশে কমরেড আনোয়ার হোসেন বাবলু বলেন, পরপর দুটি সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এই সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ক্ষমতায় থেকে আবার সাজানো ভোট করতে চায় এই সরকার। কিন্তু জনগণ এই অগণতান্ত্রিক পদ্ধতিতে আর ভোট দেখতে চায় না। সারা দেশে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত স্বাক্ষর প্রদান তার প্রমাণ। তাই অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু বলেন, সরকার বলছে দেশে উন্নয়নের বন্যা বয়ে যাচ্ছে। অথচ বাস্তবতা হচ্ছে মূল্যবৃদ্ধির কারণে শুধু খাবার কিন্তু গিয়ে মানুষ ঋণগ্রস্ত হচ্ছে, মানুষ প্রয়োজনীয় খাবার কিনতে পারছে না। শিক্ষা চিকিৎসা গ্রহণ করা গরিব মানুষের কাছে এখন বিলাসিতা। তাই মানুষকে বাঁচাতে অবিলম্বে চাল-ডাল-তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমাতে হবে। আর্মি পুলিশের রেটে সব মানুষের জন্য রেশনের ব্যবস্থা করতে হবে। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।