বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
চতুর্থ সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সংবাদ বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন আগামী ১৩ মে শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তনে উইন্টার ২০১৬ হতে উইন্টার ২০২১ টার্ম পর্যন্ত বিএস/ডিভিএম ডিগ্রি সম্পন্নকারী গ্র্যাজুয়েটাভ এবং উইন্টার ২০১৬ হতে সামার ২০২২ টার্ম পর্যন্ত এমএস ও পিএইচডি ডিগ্রি সম্পন্নকারী গ্র্যাজুয়েটরা অংশগ্রহণ করতে পারবেন। গ্র্যাজুয়েটদের অংশগ্রহণের সুবিধার্থে রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ১৬ এপ্রিল রোববার বিকাল ৪টা পর্যন্ত বৃদ্ধি করা হলো। সমাবর্তন সংক্রান্ত অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। সমাবর্তন-সংক্রান্ত যে কোনো তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট : www.bsmrau.edu.bd ভিজিট করা যেতে পারে।
