মশকবিরোধী অভিযান
পেট্রোবাংলা যমুনাসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মশকবিরোধী অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা, টিসিবি, বিটিএমসি এবং যমুনা অয়েলকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কারওয়ানবাজারে এই অভিযান চালানো হয়।
অভিযান চলার সময় পেট্রোবাংলা ভবনের বেজেমেন্টের ড্রেনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। সে কারণে পেট্রোবাংলা কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ। পরে অভিযান চলে পাশের যমুনা অয়েলের নির্মাণাধীন ভবনে। সেখানে লিফটের জন্য নির্ধারিত খালি জায়গায় পানি জমে ছিল, তাতে পাওয়া যায় মশার লার্ভা। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন-বিটিএমসি ভবনেও জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ ওই তিন প্রতিষ্ঠানকেও ৫ লাখ টাকা করে জরিমানা করেন। পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, ‘আমরা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, তারপরও কীভাবে এটা হলো আমরা খতিয়ে দেখব।
