কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ

মোংলায় জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ মোংলায় জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে। গতকাল বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ (সিজিএফডব্লিউএ) ২০০২ সালে যাত্রা শুরুর পর হতে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এ বছরও গতকাল শনিবার বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ মোংলা এনেক্স সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট শারমীন এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে গরু, ভ্যান গাড়ি, সেলাই মেশিন এবং অসহায় ছাত্রছাত্রীদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়া গরিব, অসহায় ও বিধবা নারীদের নকশিকাঁথা, আলপনা এবং মৃৎ শিল্প প্রশিক্ষণ পরিদর্শন করেন।

উক্ত জনকল্যাণমূলক কার্যক্রমে কোস্ট গার্ড পশ্চিম জোনের পরিবার কল্যাণ সংঘের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।