মতিঝিলে রিকশাচালকের মৃত্যু

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিল এলাকা থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হবে আনুমানিক (৪৫) বছর।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, সকালে লোক মারফত খবর পেয়ে মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।