টানা চার দিন ঢাকার বাতাস ‘গ্রহণযোগ্য’

প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ৮৫ স্কোর নিয়ে ১২ নম্বরে অবস্থান করছে ঢাকা। গতকাল সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এ স্কোর বাতাসের মান ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ বলে নির্দেশ করে। এ নিয়ে টানা ৪ দিন ঢাকার বাতাসের মান গ্রহণযোগ্য হলো।

ঢাকার বাতাস গত ৩ দিন শুক্র, শনি ও রোববার সকালেও ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ মানের ছিল। এ ৩ দিন একিউআই স্কোর ছিল যথাক্রমে ৯৭, ৮৬ ও ৮৩। এদিকে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ উগান্ডার রাজধানী কাম্পালা ১৭৯ স্কোর নিয়ে শীর্ষে এবং পাকিস্তানের লাহোর ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। চিলির সান্তিয়াগো ১৫৪ স্কোর নিয়ে তৃতীয়, ভারতের দিল্লি ১৪৯ স্কোর নিয়ে চতুর্থ, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা ১৩৪ স্কোর পঞ্চম এবং ইন্দোনেশিয়ার জাকার্তা ১২৯ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে। ৫১ থেকে ১০০ স্কোর হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০-এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ মনে করা হয়।