ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সহিংসতায় আহত পোশাক শ্রমিকের মৃত্যু

সহিংসতায় আহত পোশাক শ্রমিকের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহিংসতার ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইয়ামিন চৌধুরী (১৮) নামে আরও একজন মারা গেছেন। গত ১৯ জুলাই রাজধানীর বাড্ডা সুবাস্ত টাওয়ার এলাকায় সহিংসতায় পোশাক শ্রমিক ইয়ামিন আহত হন। গতকাল শনিবার ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে ইয়ামিন চৌধুরী মারা যান। কিশোরগঞ্জ মিঠামইন এলাকার রতন চৌধুরীর ছেলে ইয়ামিন। বর্তমানে বাড্ডা হাসান উদ্দিন লেন এলাকায় থাকতেন ও পেশায় ছিলেন পোশাক শ্রমিক। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ময়নাতদন্তের জন্য ইয়ামিনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত