র্যাব-১৩ এর অভিযানে ৪৩ জন গ্রেপ্তার
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ থেকে ৩০ জুলাই পর্যন্ত মহানগরসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ৪৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
গতকাল মঙ্গলবার দুপুরে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বেরোবি উপচার্যের বাস ভবনে হামলা, র্যাবের গাড়িতে আগুন, দুই পুলিশ ফাঁড়ি, মহানগর তাজহাট থানা, তিন পুলিশ কর্মকর্তার কার্যালয়, পুলিশ লাইন্স, আওয়ামী লীগ, ছাত্রলীগ কার্যালয়, মৎস্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অফিসসহ বেশ কয়েকটি সরকারি অফিসে ভাংচুড় লুটপাট ও অগ্নিসংযোগ এর ঘটনা ঘটেছে। ঘটনার পর বিভিন্ন মাধ্যমে পাওয়া ভিডিও-অডিও পরীক্ষা করে তাণ্ডবের হোতা, মদতদাতা, অর্থ সরবরাহকারীসহ সরাসরি তাণ্ডবে অংশ নেয়া অনেককে চিহ্নিত করা সম্ভব হয়েছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩ এর বিভিন্ন অভিযানিক দল গতকাল পর্যন্ত রংপুর মহানগরী এলাকা হতে ১১ জন, নীলফামারী হতে ২৯ জন, গাইবান্ধা হতে তিনজনসহ মোট ৪৩ জন আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিরা সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান, রংপুর নগরীসহ জেলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। কারফিউ শুরুর পর থেকে এখন পর্যন্ত রংপুরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ছাড়াও বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা কাজ করছেন। আশা করছি দ্রুতই সব কিছু স্বাভাবিক হবে। এ সময় তিনি জনজীবন স্বাভাবিক করতে রংপুরবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন।