‘বিজিবি’র মৎস্য সপ্তাহ-২০২৪’
উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ কর্মসূচির সফল বাস্তবায়নে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল ‘বিজিবি’র মৎস্য সপ্তাহ-২০২৪’ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে তিনি আজ সকালে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। বিজিবি মহাপরিচালক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাড়ে তিন বছরের শাসনামলে এমন কোনো সেক্টর নাই যেখানে তিনি হাত দেননি। বঙ্গবন্ধু ১৯৭২ সালে এক জনসভায় ঘোষণা দিয়েছিলেন- ‘মাছ হবে বাংলাদেশের দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ’। তিনি ১৯৭৩ সালে গণভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি শুরু করেন এবং এই প্রথা জারি রাখতে বলেন। ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ জাতীয় মৎস্য সপ্তাহের এ বছরের এই প্রতিপাদ্যের কথা উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, মাছ বিভিন্নভাবে আমাদের আমিষের চাহিদার সিংহ ভাগই পূরণ করে। শুধু আমিষের ঘাটতি পূরণই নয়, মাছ চাষ আয়বর্ধক কর্মসংস্থানেরও একটি অন্যতম উৎস। বিজিবি মহাপরিচালক বিজিবির প্রতিটি সদস্যকে কর্মস্থলের পাশাপাশি প্রত্যেকের গ্রামের বাড়িতে নিজ পরিবার ও আত্মীয়-স্বজনকে মাছ চাষে উদ্বুদ্ধ করার জন্য আহ্বান জানান।