নিহত জিসানের পাশে দাঁড়াল রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত থাকায় দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাসুমাবাদ এলাকার বাসিন্দা মো. তাওহীদুল আলম জিসানকে ছাত্রলীগের সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে। ওই আলোচিত হত্যাকাণ্ডের এক মাস অতিবাহিত হলেও অদ্যাবধি নিহত পরিবারের পাশে দাড়ায়নি কেউ। সেই নিহত জিসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন রুপগঞ্জ ওয়ান ফ্যামিলি। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মাসুমাবাদ এলাকায় গিয়ে রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির পক্ষ থেকে জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান ও পরিচালক কোরিয়ান নাগরিক জিনাহ উপস্থিত থেকে জিসানের পরিবারকে নগদ অর্থ প্রদান করে সহায়তা করা হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়কসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জাপান বাংলাদেশ গ্রুপের ও ওয়ান ফ্যামিলির চেয়ারম্যান সেলিম প্রধান বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে পতন করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা জীবনকে বাজি রেখে যে শ্রম দিয়েছিলেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর ওই স্বৈরাচার সরকারকে পতন ঘটাতে গিয়ে অনেক ছাত্র জনতা প্রাণ দিয়েছেন। ওই ছাত্র আন্দোলনে কোরিয়ান নাগরিক জিনাহ গুলশান ক্লাবে ছিলেন। ওই সময় গুলশান ক্লাবের স্টাফদের দিয়ে বিশুদ্ধ পানিসহ খাবার সামগ্রী বিতরণ করিয়েছিলেন জিনাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের পাশে সবাইকে দাঁড়াতে হবে, তাদের খোঁজখবর নিতে হবে বলেও মন্তব্য করেন সেলিম প্রধান ।
তিনি আরো বলেন, যারা নৃশংসভাবে ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে। আমরা সবসময় আপনাদের পাশে আছি। যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা রূপগঞ্জবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো। এ সময় কোরিয়ান নাগরিক জিনাহ বলেন, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন তাদের পরিবারকে কিছু একটা ব্যবস্থা করার জন্য কোরিয়া সরকারের কাছে আবেদন জানাবো। আশা করি কিছু একটা ব্যবস্থা হবে।