ব্যয় সংকোচন নীতি গ্রহণ করল জ্বালানি মন্ত্রণালয়
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সরকারের ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। গতকাল রোববার এক অফিস আদেশে এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
আদেশে বলা হয়, জ্বালানি উপদেষ্টার নির্দেশনায় ব্যয় সংকোচনে যেসব নীতি গ্রহণ করা হয়েছে। সেগুলো হলো
১. অফিসে সভার সময় খাবারের ব্যাপারে কৃচ্ছ্রতাসাধন করতে হবে।
২. ঢাকার বাইরে সফরের ক্ষেত্রে বাহনের সংখ্যা সীমিত করতে হবে। প্রয়োজনে কার পুলিং করতে হবে।
৩. উপদেষ্টার সফরের ক্ষেত্রে যাবতীয় আতিশয্য পরিহার করতে হবে।
৪. ইতোপূর্বে ব্যয় সংকোচন পরিকল্পনা দাখিল করার যে নির্দেশনা দেয়া হয়েছে তা দ্রুত কার্যকর করতে হবে। এ নির্দেশনাবলি উপদেষ্টার আওতাধীন তিনটি মন্ত্রণালয় ও পাঁচটি বিভাগ এবং তাদের অধীন সব দপ্তর/সংস্থা/কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।