ঢাকা ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

সবজি বিক্রেতার লাশ ৪৪ দিন পর উত্তোলন

সবজি বিক্রেতার লাশ ৪৪ দিন পর উত্তোলন

রংপুরে মৃত্যুর ৪৪ দিন পর আদালতের নির্দেশে কোটা আন্দোলনে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের লাশ উত্তোলন করা হয়েছে। গতকাল গতকাল সোমবার দুপুরে নগরীর মিস্ত্রিপাড়া কবরস্থান থেকে লাশটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ, মামলার তদন্তকারী কর্মকর্তা মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই খালিদ উদ্দিনসহ পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও নিহত সাজ্জাদের পরিবারের সদস্যরা। গত ১৯ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার বিক্ষোভ চলাকালে রংপুর নগরীর সিটি বাজার এলাকায় পুলিশের বেপরোয়া গুলিতে সবজি ব্যবসায়ী সাজ্জাদ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী এবং আন্দোলনকারী ছাত্র-জনতা লাশ উদ্ধার করে তার রংপুর নগরীর পূর্ব শালবন শিক্ষাঙ্গন এলাকার বাসভবনে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ ময়নাতদন্তের কোনো পদক্ষেপ না নেয়ায় স্বজন ও এলাকাবাসী নিহত সাজ্জাদের লাশ জানাজা শেষে মিস্ত্রিপাড়া কবরস্থানে দাফন করা হয়। এদিকে এ ঘটনার পর গত ২০ আগস্ট নিহত সাজ্জাদের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহাম্মেদের আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছোট বোন শেখ রেহেনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ওয়ার্কার্স পার্টি প্রধান রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ ৫৭ জনের নাম উল্লে করে তাদের আসামি করে মামলা দায়ের করলে বিজ্ঞ বিচারক মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য মেট্রোপলিটন কোতোয়ালি থানাকে নির্দেশ দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত