ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

মাস্তানদের জায়গা বিএনপিতে নেই : খসরু

মাস্তানদের জায়গা বিএনপিতে নেই : খসরু

অপরাধী কেউ যেন বিএনপিতে আশ্রয় নিতে না পারে সে ব্যাপারে আবারো দলীয় কঠোর অবস্থানের কথা তুলে ধরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, দেশে চাঁদাবাজ, মাস্তান, দখলবাজ ও অস্ত্রবাজদের জায়গা নেই। তারেক রহমানের নির্দেশ, যারা এসব কাজে লিপ্ত থাকবে সে যে-ই হোক না কেন, তাকে বাধা দিতে হবে। তাদের বিএনপিতে কোনো জায়গা নেই। তাদের চিহ্নিত করে সবাই মিলে আইনের কাছে সোপর্দ করতে হবে। গতকাল বুধবার দুপুরে নোয়াখালী সদর উপজেলার খলিফার হাট মাদ্রাসা মাঠে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, ‘আমরা চাই শান্তি। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাবো। তারেক রহমান ৩১ দফার সংস্কারের যে প্রস্তাব দিয়েছেন, ওই প্রস্তাবের মধ্যে মৌলিক সমস্যার সমাধান আছে। এই সংস্কারের মধ্যে আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে আছেন, সবাই ঐকমত্য পোষণ করেছেন। তারেক রহমান জাতীয় সরকারের মাধ্যমে এটার বাস্তবায়নের কথা বলেছেন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত