ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধ অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় পুলিশ

অবৈধ অস্ত্র  উদ্ধারে সহযোগিতা চায় পুলিশ

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালানোর ক্ষেত্রে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া ও জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর থেকে স্থগিতকৃত লাইসেন্সের অধীন থানায় জমা না হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং পুলিশসহ বিভিন্ন বাহিনী, সংস্থার বেহাত, হারানো অস্ত্রসহ সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হয়েছে। কারও কাছে অবৈধ অস্ত্রের তথ্য থাকলে তা পুলিশকে জানাতে বলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ‘এ মহানগরীকে অবৈধ অস্ত্রমুক্ত করতে বদ্ধপরিকর’ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত