ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

জিঙ্কক সমৃদ্ধ ধানের ভেল্যু চেইন অ্যাক্টরদের নিয়ে আলোচনা

জিঙ্কক সমৃদ্ধ ধানের ভেল্যু চেইন অ্যাক্টরদের নিয়ে আলোচনা

জিংক সমৃদ্ধ ধানের বাজারজাতকরণ ও জিংকের ঘাটতি পূরণে আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে গ্রেইন ভেল্যু চেইন এক্টরদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী ও কৃষকদের নিয়ে সামিহা অটো রাইস মিলের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়। আরডিআরএস এর টেকনিক্যার অফিসার কৃষি কৃষিবিদ মো: শাহীনূর ইসলাম এর সঞ্চালনায় এবং টিম লিডার (এগ্রিকারচার ও ক্লাইমেট চেঞ্জ) আরডিআরএস বাংলাদেশ রংপুর ড. সালাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: ইশকে আবদুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়েক্টস ইন প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার হারভেষ্ট প্লাস বাংলাদেশের মো: মজিবর রহমান। এতে টেকনিক্যাল অফিসার কৃষি আরডিআরএস মো: রাশিদুল ইসলামসহ স্থানীয় ৩৫ জন ব্যবসায়ী ও কৃষক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত