বায়তুল মোকাররমের সামনে নামাজের আগে মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ চেক করছে পুলিশ গতকাল শুক্রবার জুমার নামাজের আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মসজিদের উত্তর ও দক্ষিণ গেটে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ চেক করে প্রবেশ করানো হচ্ছে। গতকাল শুক্রবার রাজধানীর বায়তুল মসজিদের উত্তর ও দক্ষিণ গেটে এমন চিত্র দেখা গেছে। খিলগাঁও জোনের সহকারী কমিশনার (পেট্রোল) কাজী ওয়াজেদ বলেন, আজকে নির্দ্রিষ্ট কোনো প্রোগ্রাম নেই। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। গত শুক্রবার একটা ঝামেলা হয়েছে। এ ছাড়াও ভারতে মহানবীকে (সা.) কটূক্তির প্রতিবাদে হয়তো বিক্ষোভ মিছিলের সম্ভাবনা রয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি যেন না হয় আমরা সতর্ক অবস্থানে রয়েছি।