কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মুষলধারে বর্ষণ। গত দুদিন এভাবেই ভিজেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। মাঝে মাঝে ক্ষণিক সময়ের জন্য বিরতি দিলেও একবারের জন্যও মেঘ কাটেনি আকাশে, ওঠেনি রোদও। তবে গতকাল শুক্রবার সকালে মেঘ কেটে ঢাকার আকাশে উঁকি দেয় তেজি সূর্য। রোদে বাড়তে থাকে তাপমাত্রাও। দিনের শুরুটা এমন রৌদ্রোজ্জ্বল হলেও দুপুরের আগে আগেই মেঘ কালো করে আবারো নামে বৃষ্টি। প্রায় ঘণ্টাখানেক মুষলধারে বৃষ্টি ঝরে। কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসীর জীবনে স্বস্তি নিয়ে আসে এবারের বর্ষণ। গত দুদিন বৃষ্টিতে ভিজেছে রাজধানী। গত বৃহস্পতিবার রাতও রাজধানীর অনেক জায়গায় বৃষ্টি ঝরে। টানা বৃষ্টি গরমে স্বস্তি দিলেও দুর্ভোগ নিয়ে আসে খেটে খাওয়া মানুষের জীবনে। গতকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় তেমন কর্মব্যস্ততা ছিল না নগরবাসীর। জরুরি প্রয়োজন ছাড়া খুব বেশি মানুষ সড়কে নামেননি। এদিন রিকশাচালক ও রাইড শেয়ার করা মোটরসাইকেল চালকেরা পড়েন যাত্রী সংকটে। একটু ছাউনি পেলেই লোকজনকে ভিড় করতে দেখা যায় বৃষ্টি থেকে বাঁচতে। বৃষ্টিতে ভ্রাম্যমাণ দোকানিদেরও পড়তে হয় ভোগান্তিতে। গত দুদিনের বৃষ্টির পর সকালটা রৌদ্রোজ্জ্বল দেখে অনেকে ঘর থেকে বেরিয়ে আবার ভিজে ঘরে ফেরেন। সপ্তাহের অন্যান্য দিন সুযোগ না মেলায় অনেকে বৃষ্টি মাথায় নিয়েই এদিন বাজারে ছুটে যান কেনাকাটা সারতে।