রাজধানীর উত্তরায় একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে বিপুল বিয়ার ও বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন- মো. এমরান হোসেন ওরফে বাবু (৪১) ও মো. আলমগীর কবির (৪০)।
শামীম আহম্মেদ জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার একটি ভবনে অভিযান পরিচালনা করা হয়। ওই ভবনে কিংফিসার রেস্টুরেন্ট ও বার অবস্থিত। ভবনের নিচ তলার সাবস্টেশন সংলগ্ন একটি বৃহৎ আকারের সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়। অভিযানে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের এক হাজার ২০৮ বোতল মদ ও ৮৫৪ ক্যান বিয়ার জব্দ করা হয়। শামীম আহম্মেদ জানান, একটি অপরাধী চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় বেপরোয়াভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে ব্যবস্থা নেয়া হয়েছে।
এ ছাড়া এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।