ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম পদত্যাগ করেছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ে এই ঘোষণা দেন তিনি। এ সময়ে শিক্ষার্থীদের তোপের মুখে একটি পদত্যাগপত্রেও স্বাক্ষর করতে দেখা গেছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান গ্রহণ, চিকিৎসকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়াসহ অনিয়ম-দুর্নীতির অভিযোগে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের সামনে বিক্ষোভ করে। এর সময় পরিচালকের পদত্যাগ দাবি করলে তাদের সমর্থন জানিয়ে যুক্ত হন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এরপরই শেবাচিম পরিচালক সাইফুল ইসলাম পদত্যাগ করেন। ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কর্মকাণ্ড করে আসছিলেন।