ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বর্ষায় ক্ষতিগস্ত সড়ক মেরামত কাজ শুরু করেছে চসিক

বর্ষায় ক্ষতিগস্ত সড়ক মেরামত কাজ শুরু করেছে চসিক

অতি বর্ষণে নগরীর ক্ষতিগ্রস্থ সড়কগুলোর ছোট-বড় গর্ত প্যাঁচওয়র্কের মাধ্যেমে গতকাল রোববার থেকে সংস্কার কাজ শুরু করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরীর আক্সিজেন মোড়, মিয়াখনা নগর, পলোগ্রাউন্ড, এসএস খালেদ রোড, সিডিএ ২নং রোড, আগ্রাবাদ, হালিশহর জি ব্লক, এসি মসজিদ এলাকা ও স্টিল মিল বাজার এলাকায় প্যাঁচওয়ার্ক কাজ করা হয়। নগরীর প্রতিটি সড়কের মেরামত কাজ চলামান থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত