বরিশাল নগরীর একটি সড়ক ভোগাচ্ছে দুইটি ওয়ার্ডের বাসিন্দাদের। গত ৭ বছর ধরে এই দুই ওয়ার্ডের বাসিন্দারা খানাখন্দে ভরা হাঁটু পানি দিয়ে চলাচল করছে। পায় হেঁটে যাওয়ার জো নেই। রিকশা বা গাড়িতে করে পার হতে হয় এই সড়ক। বছরের পর বছর সড়ক সংস্কার না হওয়ায় এবার বিষয়টি নিয়ে দুর্ভোগে থাকা শিক্ষার্থীরাই পদক্ষেপ নিলো। সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। এই সড়কটি হলে কলেজ রো ও কলেজ এভিনিউ সড়ক।
জানা গেছে, ১৯ ও ২০ নং ওয়ার্ডের আওতাভুক্ত এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক দুটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে এবং যানবাহন চলে। বিভিন্ন স্কুলের ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ নানা প্রয়োজনে এই সড়ক ব্যবহার করে থাকে। এই এলাকায় একটি হাসপাতাল, দুটি ওষুধ ফ্যাক্টরী ও ইংরেজি ভার্সন বিদ্যাপীঠ জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। রাস্তার বেহাল দশার কারণে অনেক সময় আরিফ মেমোরিয়াল হাসপাতালের রোগীদের অবর্ণনীয় কষ্ট হয়। কোমলমতী শিক্ষার্থীদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়। জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা জানান, ১৫ মিনিট বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন জায়গা পানিতে তলিয়ে যায়। এ ছাড়া কয়েকটি পয়েন্টে সারা বছরই পানি জমে থাকে। ফলে আমাদের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে কলেজ রো-এর খ্রিষ্টান কলোনির সামনে ও ধোপাবাড়ির মোড়ে এলাকা সারা বছরই পানির নিচে আছে। কলেজ রো এলাকার বাসিন্দা ও খ্রিষ্টান এসোসিয়েশনের বরিশাল বিভাগীয় সভাপতি এলবার্ট রিপন বল্লভ বলেন, এই সড়ক ব্যবহার করে চলাচল করা যায় না। বাচ্চাদের স্কুলে দিতে বা নিয়ে আসতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পায়ে চলাচল তো দূরের কথা, যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কে রয়েছে বড় বড় খানাখন্দ যা মানুষের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলছে।