নিখোঁজের ৭০ দিন পর ছাত্র আন্দোলনের ভিকটিম উদ্ধার
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
গত ৫ আগস্ট ২০২৪ তারিখ আওয়ামী লীগ সরকার পতনের দিন নিখোঁজ হয় ১৪ বছরের ভিকটিম জিহাদ। অবশেষে নিখোঁজের ৭০ দিন পর গতকাল মঙ্গলবার তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পুলিশ টঙ্গী রেল স্টেশনের একটি আবাসিক হোটেল থেকে জিহাদকে উদ্ধার করে। উল্লেখ্য, জিহাদের গ্রামের বাড়ি বগুড়ার শেরপুর থানায়। তার বাবার নাম মোহাম্মদ বেলাল হোসেন। সে আশুলিয়ার বাসা থেকে তার বাবার সাথে দেখা করতে যাওয়ার কথা বলে ৫ আগস্ট থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে জানান, গত পাঁচ আগস্ট সরকার পতনের দিন নিখোঁজ হয় ১৪ বছরের ভিকটিম জিহাদ। নিখোঁজের ৭০ দিন পর তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সাভার সার্কেল শাহিন স্যারের দিকনির্দেশনায় আমার তত্ত্বাবধানে, স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলক কুমার দে’র নেতৃত্বে টঙ্গী রেল স্টেশনের একটি আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি আরো জানান, মূলত ছেলেটি তার বাবা-মায়ের উপর রাগ করে কাজের সন্ধানে টঙ্গী রেল স্টেশনে আসে এবং এখানে একটি আবাসিক হোটেলে বয় হিসেবে কাজ নেয়। সামগ্রিক বিষয়টা নিয়ে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান ছিল। আশুলিয়া থানায় গত ১৮ আগস্ট ভিকটিমের বাবা আশুলিয়া থানায় একটি জিডি করেন (জিডি নং ৬৭০)। এর ধারাবাহিকতায় ভিকটিমের বাবা এসপি সাভার সার্কেল শাহিন স্যারের কাছে গেলে সার্কেল স্যারের নির্দেশনায় এসআই অলক কুমার দে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিমকে সম্পূর্ণ সুস্থ শরীরে উদ্ধার করতে সক্ষম হন। ওসি আবু বকর বলেন, যেহেতু দিনটি ছিল পাঁচই আগস্ট কাজেই ভিকটিমের পরিবার একটা কথাই বারবার বলছিলেন যে সন্তানটি মারা গেলেও তার লাশটি যেন পাওয়া যায়। তার বর্তমান অবস্থান জানলেই তারা খুশি। আল্লাহর অসীম রহমতে ভিকটিমকে উদ্ধার করতে পেরে এবং তাকে সুস্থ শরীরে তার বাবা মার কাছে দিতে পারা পুলিশ বাহিনীর জন্য অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় বহন করবে।
