বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ এই স্লোগান নিয়ে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও প্রকৌশল অধিদপ্তর বরিশাল এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল বিভাগ মো. ইমরান তরফদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল মো. আখতারুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রণজিৎ কুমার সরকারসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সুধীজন। শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে র‌্যালি ও আলোচনা সভার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।