চসিকের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদস্থ সিজিএস কলোনী মোড় ও লাকী প্লাজা সংলগ্ন ফুটপাত হতে ভাসমান অবৈধ ৫০টি দোকান উচ্ছেদ করা হয়। একই সাথে জনসাধারণের চলাচলের পথ ফুটপাতের উপর দোকানের শেড বর্ধিত করার অপরাধে জনৈক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। এ সময় ম্যাজিস্ট্রেট সহায়তা প্রদান করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।