ঢাকা ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

‘শহরে গরুর বাজার আছে কিন্তু বাস টার্মিনাল নেই’

‘শহরে গরুর বাজার আছে কিন্তু বাস টার্মিনাল নেই’

আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহামদ আক্ষেপের সুরে বলেছেন, বন্দর নগরী চট্টগ্রামে সাধারণ পরিবহনে যাত্রীর সংখ্যা দিন দিন বাড়ছে। এ সত্বেও নগরীতে কোনো বাস টার্মিনালের ব্যবস্থা নেই। শহরে অনেক গরুর বাজার থাকলেও দৈনিক ৫০ হাজার বাস যাত্রীর জন্য টার্মিনাল নেই। গতকাল সোমবার দুপুরে আন্তঃজেলা বাস মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ, দুর্ঘটনা প্রতিরোধ, যানজটমুক্ত সড়ক ও গণমুখী পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সড়ক পরিবহন সেক্টরের সংস্কার এবং সমিতির নেতাদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে হয়রানি, পরিবহন সেক্টরে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় তিনি বলেন, পরিবহন খাত জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ। আমাদের সেবা অব্যাহত আছে। আমাদের সংগঠন অরাজনৈতিক। কোনো দলের ব্যানারে আমরা কোনো কর্মকাণ্ড করি না। স্বচ্ছতার মাধ্যমে সংগঠন পরিচালিত হয়। মামলা করে হয়রানির অপচেষ্টা হচ্ছে। তিনি আরো বলেন, চট্টগ্রাম শহরে একটি কেন্দ্রীয় টার্মিনালের অভাব রয়েছে। শহরে অনেক গরুর বাজার আছে কিন্তু দৈনিক ৫০ হাজার আন্তঃজেলা যাত্রীর জন্য টার্মিনাল নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত