রংপুরে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর জিলা স্কুল মাঠে পনেরো দিনব্যাপী বিভাগীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলাপ্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলাপ্রশাসক বলেন, বৃক্ষ মানুষের অকৃত্রিম বন্ধু।

যেখানে গাছ আছে সেখানেই প্রাণ ও প্রাণী আছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই।

বেশি করে গাছ লাগালে শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষিত হয় না, মানুষ আর্থিকভাবেও লাভবান হয়। বৃক্ষ রোপণ প্রসঙ্গে তিনি বলেন, শুধু গাছ লাগালে হবে না, গাছের যথাযথ পরিচর্যাও করতে হবে।

তিনি সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক একেএম রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে বৃক্ষমেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিকগণের মধ্যে সনদ বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, নার্সারি মালিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।