ঢাকা ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

জামায়াতের সমাবেশ ও আলোক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

জামায়াতের সমাবেশ ও আলোক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

আওয়ামী লীগের জালেমরা বাংলাদেশে রাজনীতি করার নৈতিকতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়তের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আইনজীবী অ্যাডভোকেট মশিউল আলম। গত সোমবার বিকালে কদমতলী গোল চত্বরে ঢাকা জেলা দক্ষিণ জামায়াতের উদ্যোগে রক্তাক্ত ২৮ অক্টোবর ২০০৬ আওয়ামী লীগের লগি-বৈঠার হত্যা কাণ্ডের বিচারের দাবিতে সমাবেশ ও আলোক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, যুগে যুগে জালেমদের মোকাবিলা করার জন্য মুজাহিদ তৈরি হয়েছে। আওয়ামী লীগ হলো আওয়ামী জালেম। মিথ্যা মামলা দিয়ে ইসলামী দলের অনেক নেতাকর্মীকে জেলে পাঠানো হয়েছে। অন্যায় ভাবে ফাঁসি দেয়া হয়েছে। বাংলাদেশের প্রধান দুইটি শক্তি আছে একটি হলো একটি সেনাবাহিনী আরেকটি হলো ইসলামী তৌহিদী জনতা। আওয়ামী সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাকে পিলখানায় হত্যা করেছে। আর তৌহিদ জনতার উপর নির্মম নির্যাতন চালিয়েছে। যেন বাংলাদেশের আর কেউ আওয়ামী লীগের উপর প্রতিবাদ করতে না পারে। এ সময় আরো বক্তব্য রাখেন ঢাকা জেলা নায়েবে আমির অধ্যক্ষ শাহীনুর ইসলাম, জেলা সেক্রেটারি এবিএম কামাল হোসাইন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আমীর মো. ইলিয়াস, সাংগঠনিক বসুন্ধরা থানা আমির অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক কেরানীগঞ্জ মডেল থানা আমীর আব্দুর রহিম মজুমদার, নবাবগঞ্জ উপজেলা আমীর মো. ইব্রাহীম খলিল, ঢাকা জেলা (দক্ষিণে) ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত