ঢাকা ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মোহনপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সভা

মোহনপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সভা

রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে জীবন ও স্বাস্থ্য নিরাপদ সুরক্ষায় খাদ্য ‘নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলি সুস্থ্য সবল জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভুমি জোবায়দা সুলতানা, থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, ডা. রাশেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা খন্দকার সাগর আহমেদ, জনস্বাস্থ্যর উপ-প্রকৌশলী রবিউল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুল মতিন, রাজশাহী জেলা নিরাপদ খাদ্য অফিসার ইয়ামিন হোসেন, সমাজসেবক আব্দুল কাদের মোল্লাসহ অনেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত