বাংলাদেশের সংস্কৃতি খুবই চমৎকার : ফ্রান্সের রাষ্ট্রদূত

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ময়মনসিংহ ব্যুরো

বাংলাদেশের সংস্কৃতির প্রশংসা করে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই বলেছেন, এদেশের সংস্কৃতি খুবই চমৎকার। সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। গতকাল শুক্রবার নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে ‘ইউরোপিয়ান আর্ট হাউজ সিনেমা-ডে’র নবম আসরে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার হোসেনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেসকোর বাংলাদেশ প্রধান ড. সুসান ভাইজ, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহফুজুল আলম মাসুম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. প্রদীপ চন্দ্র কর, ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা সংস্থার প্রধান ড. মিশাল ক্রিঝা এবং ইউরোপীয় ইউনিয়নের ক্লাইমেট চেঞ্জ দলের বাংলাদেশ প্রতিনিধি প্রধান মি. হুবার্ট ব্লম।